Saturday, September 7, 2024

Flood Drawing with Oil Pastels || Flood Scenery Drawing || How to Draw Scenery of Flood Step by Step



The topic is flood drawing with oil pastels. Do you know how to draw scenery of flood step by step? Learn flood scenery drawing easy process here. Flood drawing for competition is important. So, flood scenery drawing easy way should be acknowledged. Learn flood drawing easy step by step here in this video. You will see flood drawing easy with colour, as well as flood drawing for project. We've made flood drawing simple & very easy with colour. So let's try for a village flood scenery drawing. 

In bengali: বন্যার ছবি আঁকা - বন্যার সময়ের ছবি আঁকা 

I am sharing my experience and feelings as a student.

Beam Model School & College, Bogra

BEAM student's initiative to help flood victims

Due to the serious deterioration of the flood situation in different parts of the country, the residence and lives of millions of people have been disrupted. In this situation, in order to stand by the Indigenous people of the country, in addition to organizing a relief camp at Biam Model School and College campus in Bogra, students took various initiatives in Bogra district to help the flood victims.

With the permission of the honorable principal of the educational institution, the teachers under the supervision of each class in giving and receiving relief donations deposit the money collected through the current students in the relief fund.

Also, the "BMSC Crisis Team," consisting of students of this educational institution, plays one of the main roles in the direct rescue of the flood victims. Senior batch students play a leading role in delivering the collected relief materials to the flood-affected areas.

People of all classes and professions of Bogra district have continuously helped according to their ability in the initiative of collecting relief materials for the current students.

Such unity among students is a shining example in the history of Beam Model School and College. It is our wish that the next generation of BEAM should stand by the helpless people in such a crisis of the country.

🛡️ LIKE ✅ COMMENT ❇ SHARE✅ SUBSCRIBE 🛡️


📌 Pinterest
📌 Facebook
📌 Twitter
📌 Instagram

#flooddrawing #howtodraw #howtodraweasy #howtodraweasyscenery #drawing #drawingtutorial #drawing_skill #drawingscenery

Thursday, September 5, 2024

কোটা আন্দোলন অনুচ্ছেদ রচনা || কোটা আন্দোলন Paragraph


কোটা আন্দোলন অনুচ্ছেদ রচনা | কোটা আন্দোলন Paragraph. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Quota movement paragraph & quota movement in Bangladesh in Bengali. 
 
কোটা আন্দোলন বাংলাদেশ ২০২৪ প্রবন্ধ/অনুচ্ছেদ

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন আওয়ামী পুলিশ বাহিনী এবং ক্ষমতাসীন আওয়ামীলীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আন্দোলনকারীদের উপর ব্যাপক দমন-পীড়ন সমগ্র জাতিকে নাড়া দিয়েছে ।  ‍

২০১৮ সালে কোটা ব্যবস্থা এবং এর বিলুপ্তি:

২০১৮ সালে বিক্ষোভের তাৎক্ষণিক কারণ ছিল একটি বিতর্কিত কোটা ব্যবস্থার বিষয়ে ছাত্রদের ক্ষোভ, যা বাংলাদেশ সরকারি চাকরির চাকরির একটি বড় অংশ দখল করেছিল ।

বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট ৫৬ শতাংশ, তন্মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতিনাতনিদের জন্য  ৩০ শতাংশ চাকরি সংরক্ষিত ছিল । অন্যান্য কোটা সংরক্ষিত পদ হলো মহিলাদের ১০ শতাংশ, অনগ্রসর প্রান্তিক জেলাগুলির জন্য ১০ শতাংশ, আদিবাসী জনসংখ্যার জন্য ৫ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত ছিল । ফলে কোটা পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ করে আসছিলো শিক্ষার্থী ও সুশীল সমাজ ।

 দেশের মেধাবীদের প্রতি এই অবিচারের দাবিতে ২০১৮ সালে,  একটি ব্যাপক বিক্ষোভ শুরু হয় । গত ১৫ বছর ধরে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামীলীগ দাবি করে যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উব্দুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের প্রকৃত ধারক । তাদের রাজনীতির মতাদর্শ হলো বিরোধী দল গুলি, যেমন বিএনপি,  বাংলাদেশ জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের চেতনার বিরোধি শক্তি । তাই তাদের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করার জন্য তারা এই কোটা পদ্ধতির প্রবর্তন করেছিল । তবে ২০১৮ সালের বিক্ষোভের তীব্রতা এত বেশি ছিল যে সরকার কোটা ব্যবস্থা বাতিল করতে বাধ্য হয়েছিল । এরপর বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেয় ।

২০২৪ এর প্রতিবাদ:

৫ জুন ২০২৪ তারিখে মুক্তিযোদ্ধা বংশোদ্ভুত একজনের একটি রিটের প্রেক্ষিতে বাংলাদেশের উচ্চ আদালতে কোটা পদ্ধতি পুনর্বহাল করে । রায়ে কোটা বিলুপ্তিকে ‘অসাংবিধানিক, বেআইনি ও অকার্যকর বলে উল্লেখ করা হয় এবং কোটা পদ্ধতি এভাবে ফিরে আসে যেন কিছুই হয়নি ।

শিক্ষার্থীরা এটা সহজভাবে নেয়নি । কোটা পদ্ধতির পুনর্বহালের প্রতিবাদে তারা আবার রাস্তায় নেমে আসে । দেশের সেরা এবং ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয় এবং  অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগদান করে । ছয় বছরের মধ্যে দ্বিতীয়বার, দেশব্যাপী একটি আন্দোলনে পরিণত হয় ।

প্রথমে, ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ এবং সরকার বলেছিল যে কোটা পুনর্বহালের বিষয়ে তাদের কিছুই করার নেই, কারণ দেশের সর্বোচ্চ আদালতের আদেশ এসেছে, যা আন্দোলন কারীরা শুনতে প্রস্তুত ছিল না ।

১৪ জুলাই ২০২৪ তারিখে আন্দোলনকারীদের নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে হাসিনা বিতর্কিত মন্তব্য দেশব্যাপী উত্তাপ ছড়িয়ে দেয় । তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের প্রতি আন্দোলনকারীদের এত মাথাব্যথা কেন ? মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা কোটা সুবিধা না পেলে রাজাকারদের নাতি-নাতনিরা কি সুবিধা পাবে ?

তার বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এসে স্লোগান দিতে থাকে । সরকারি নির্দেশে কিছু গণমাধ্যম শিক্ষার্থীদের তৎপরতাকে বিকৃত ভাবে উপস্থাপন করে । ছাত্রদের কর্মকাণ্ডের ভুল ব্যাখ্যা করা সরকারের জন্য এটি ছিল আরেকটি ভয়ঙ্কর পদক্ষেপ । নিপীড়ন, নির্যাতন, হুমকি, প্রকাশে খুন এইসব সরকারের কর্মকান্ড স্কিল বিশ্ববিদ্যালয়ে ও বিক্ষোভ কারীদের ক্ষোভ বাড়িয়ে দেয় ।

একইরাতে, হাসিনা জাতির উদ্দেশে ভাষণে নির্বিচারে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের হত্যার বিচারের কথা না বলে সহিংসতায় দেশের ধ্বংসপ্রাপ্ত সম্পদের জন্য অনুশোচনা করে । পাশাপাশি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল বন্ধ করে দেয়া হয়  । এতে বিক্ষোভ আরো বৃদ্ধি পায় ।

১৮ জুলাই ২০২৪ তারিখে বিক্ষোভকারীরা জরুরি পরিষেবা যানবাহন ব্যতীত দেশব্যাপী সবকিছু বন্ধের (Complete Shutdown) ডাক দেয় । এবার রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালর এবং মাধ্যমিক স্কুল-কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে নেমে পরে । সরকার তখনও পিছু হটতে প্রস্তুত ছিল না; ফলস্বরূপ, বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন আরও আগ্রাসী হয়ে ওঠে । সোশ্যাল মিডিয়াতে অসংখ নিহতের খবর ছড়িয়ে পরে । পরিস্থিতির অবনতি হলে আইনমন্ত্রী গণমাধ্যমের সামনে এসে ঘোষণা দেন, সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসতে প্রস্তুত । তবে তখনও শিক্ষার্থীদের ওপর হামলা অব্যাহত থাকে । আহত এবং মৃত ছাত্রদের ভয়ঙ্কর ছবি এবং ভিডিও দেখে নেটিজেনদের ব্যাপক প্রতিক্রিয়ার সাথে বিক্ষোভকারীরা ঘোষণা দেয় যে তারা তাদের মৃত ভাইবোনদের রক্তের উপর পাড়িয়ে সরকারের সাথে কথা বলতে নারাজ ।

সেই মুহূর্তে বাংলাদেশ সরকার সারা দেশে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়, যা ঘটছে তা জানা অসম্ভব করে তোলে । তা সত্ত্বেও , দুই দিনে হাজারেরও বেশি  বিক্ষোভ কারী নিহত এবং হাজার হাজার আহত হয় ।

বিষয়টি এখন কোটা সংস্কারের মাঝে সীমাবদ্ধ নেই

সরকার ও তার সমর্থকরা তখন জানায় যে, কোটা সংস্কার আন্দোলনকে শিক্ষার্থীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপি ও জামায়াত-ই-ইসলামীর ক্যাডাররা । যদিও এ ধরনের দাবির ভিত্তি জাতির কাছে সম্পূর্ণ মিথ্যাচার ছিল । তারা বুঝে যায়  কেউ, আন্দোলন ততক্ষনে সরকারের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ।

এর কারণ হল তৎকালীন আওয়ামী সরকার ২০০৯ সাল থেকে গত ১৬ বছর ধরে কুক্ষিগত করে রাখে । ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের নির্বাচনে সরকার জনগণের অংশগ্রহণ ছাড়াই তাদের ক্ষমতা ধরে রেখেছিলো জোর পূর্বক ভোট চুরি ও ডাকাতির মাধ্যমে । সরকারি ও বেসরকারি খাতেও দুর্নীতি নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিলো । এমনকি সরকারি মদদে সিভিল সার্ভিসের চাকরির প্রশ্নও ফাঁস করে যাচ্ছিলো পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কর্মকর্তারা বিগত ১২ বছর ধরে ।

এছাড়া, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বর্তমান বিক্ষোভে শুধু বিরোধী দলের ছাত্র সংগঠন নয়, সাধারণ ছাত্র জনগোষ্ঠীকেও নির্যাতনের ব্যাপক অভিযোগ পাওয়া যায়  । এছাড়া আরও অনেক কারণে দেশের সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল । সুতরাং, প্রতিবাদ আন্দোলন যখন শুরু হয়েছিল তা আর সেরকম থাকেনি, যা ক্রমান্বয়ে দেশের সাধারণ জনগণের আন্দোলনে পরিণত হয় ।

ক্ষমতাসীন আওয়ামীলীগ বিক্ষোভ কে নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখেছিলো । যদিও সেই প্রেক্ষাপটের জন্য শুধুমাত্র সরকার নিজে এবং তার "আপোষহীন" পদ্ধতি দায়ী ছিল  । বেপরোয়া দুর্নীতি বন্ধে তাদের ব্যর্থতা, ছাত্রদের বিরুদ্ধে ছাত্রদের ব্যবহার, অতিরিক্ত বল প্রয়োগ, সাধারণ মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা ।

সমগ্র বিশ্বের কাছে নিজেকে গণতান্ত্রিক সরকার হিসাবে উপস্থাপন করা সত্ত্বে ও বাস্তবে দীর্ঘস্থায়ী স্বৈরাচারের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক জনসাধারণের প্রতিক্রিয়া দেখা দেয় এবং অবশেষে হাসিনা ৫ আগস্ট ২০২৪ এ প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়ে তার চির ভালোবাসার দেশ ভারতে পালিয়ে যায় ।

২০২৪ সালে, আন্দোলনকারী ছাত্র এবং জনগণকে তাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে নির্বিচারে অভিযুক্ত করা এবং হত্যা করার পরিণতি কী হতে পারে তার জন্য বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি রোলমডেল হয়ে থাকবে আজীবন ।

Source:  
https://thediplomat.com/2024/07/the-quota-reform-protest-in-bangladesh-is-much-more-than-it-seems/

#কোটাআন্দোলন #কোটাআন্দোলন২০২৪ #কোটাআন্দোলন2024 #quotamovement #quotamovement2024 #quotamovement_andolan #quotamovementbangladesh #paragraph_writing #paragraphwritingformat #paragraphwriting #অনুচ্ছেদ


Sunday, September 1, 2024

Flood Scenery Drawing | How to Draw Scenery of Flood Step by Step | Flood Drawing for Competition


Know How to Draw Scenery of Flood Step by Step or Flood Scenery Drawingfor Competition. Drawing of flood easy method, flood drawing easy step by step, flood drawing easy with colour and flood drawing for project are the same topic. So learn how to draw flood scenery from this tutorial in easy way. Village flood scenery drawing  is very easy. This is flood drawing with oil pastels simple.

বন্যার সময়ের ছবি আঁকা 

🛡️ LIKE ✅ COMMENT ❇ SHARE✅ SUBSCRIBE 🛡️

 ✅꧁𝓢𝓾𝓫𝓼𝓬𝓻𝓲𝓫𝓮꧂:  https://www.youtube.com/c/FarinKhanArtAcademy

📌 Pinterest: https://www.pinterest.com/farinkhan2007 
📌 Facebook: https://fb.me/HowToDrawingTutorialForKids
📌 Twitter: https://twitter.com/sweetdhaka
📌 Instagram: https://www.instagram.com/farinkhan2007

#flooddrawing #howtodrawflood #howtodraweasy #howtodraweasyscenery #drawing #drawingtutorial #drawing_skill #drawingscenery

Saturday, August 31, 2024

How to Draw a Vietnamese Flag || Vietnam Flag Darwing


Show you how to draw a Vietnamese flag or Vietnam flag drawing easily. 
Learn how to draw a Vietnam flag or Vietnamese flag drawing step by step in this tutorial. 

The simple way to draw the Vietnamese flag:

The national flag is an extremely sacred and noble symbol for everyone, so knowing how to draw the Vietnamese flag is also one of the things that everyone, not only adults but also children, learns.

The Vietnamese flag has a rectangular design, the width is 2/3 of the length. The main color of the flag is red, and in the middle is a five-pointed yellow star. At first glance, it can be seen that drawing the Vietnamese flag is not too difficult, but drawing it correctly and accurately requires a lot of methods and techniques. With Song Phu Uniform, save the simple way to draw the Vietnamese flag below.

1. How to draw the Vietnamese flag
To draw the Vietnamese flag accurately, you need to prepare a piece of construction paper 10cm wide and 15cm long, drawing tools include a ruler and compass.

Follow my steps:

Step 1: Specify the center and draw a circle from the center

Step 2:  Draw a circle passing through intersecting the negative direction of the horizontal axis. Now we have a regular pentagon.

- Step 3: Take a center and draw a circle with radius intersecting the circle as shown. 

Step 4: Connect those 5 points as shown in the tutorial 

Origin of the Vietnamese flag:
The Vietnamese flag is the symbol of the Vietnamese people's years of struggle for their independence and freedom. In the early period when the struggles appeared, the red flag with a five-pointed yellow star was embedded in the hammer and sickle symbol. In 1940, the Southern uprising decided to use the red flag with a yellow star as the uprising flag with the hope that after expelling the French empire, they would use the national flag as the red flag with a five-pointed yellow star.

On August 16, 1945, the National Congress held in Tan Trao, Tuyen Quang decided that the Vietnamese national flag would be red with a five-pointed yellow star in the middle. After the success of the August Revolution in 1945, the first National Assembly of the Democratic Republic of Vietnam in 1946 wrote into the Constitution: "The national flag of the Democratic Republic of Vietnam is rectangular, with a width equal to two-thirds of its length, a red background, and a five-pointed yellow star in the middle."

By 1975, the South was completely liberated, the two regions were unified, and the National Assembly of Vietnam unanimously recognized the official national flag with a red background and a five-pointed yellow star in the middle.

🛡️ LIKE ✅ COMMENT ❇ SHARE✅ SUBSCRIBE 🛡️

 ✅꧁𝓢𝓾𝓫𝓼𝓬𝓻𝓲𝓫𝓮꧂:  https://www.youtube.com/c/FarinKhanArtAcademy

#vietnam #flagdrawing #howtodraw #drawingforbeginners

Friday, August 23, 2024

Moon Day Drawing Beautiful Poster || Astronaut Drawing with Oil Pastels

I'll just walk through moon day drawing beautiful ideas or moon day drawing posters. It will be a captivating astronaut drawing with oil pastels. Moon day drawing is simple and easy. Learn astronaut drawing with pencil easy step by step. Moon day drawing hard way is also here. Astronaut drawing in moon means moon day drawing pencil. Here is astronaut on moon surface drawing. This is a astronaut drawing step by step tutorial. You must know about astronaut drawing with colour easy process. Lets try about moon day drawing oil pastel for competition. Materials Used: A4 paper V10 Gel pen Pencils (HB and 2B) Eraser Oil Pastel or crayons (deep blue, silver, light gold, white, black) Step 1: Outline drawing Let's start with the astronaut drawing: Sketch a small circle to draw the astronaut's helmet. Draw the body as I have shown here. Give the edges a little bit roundness. Then draw arms and legs, add two colored lines each on either side of the body. . Daw the Spacecraft: Draw a big oval for the spaceship's body beside the astronaut. At the base of the oval, add two triangle shapes that show the landing legs of the spaceship. Then draw a little rectangle to symbolize the spaceship's window on top of the oval. Step 2: Specifications Draw a plain helmet with a shaded visor. Try to depict the astronaut's suit, add lines to the body and limbs. Sketch a life-support system consisting of a backpack that is attached to helmet. Spacecraft Specifics: Add small windows, panel lines, and any antennae to the spaceship as details. Draw a hatch or door on the side. Step 3: Add Color Give the sky a deep blue color with oll pastel. There is no atmosphere in the moon's sky, stars cannot be seen, so keep it simple. Moon Surface: To draw the ground, apply silver and pale gold. Rub the gold surface with tissue paper to show a sandy effect on the surface. Give the astronaut's suit a light shadow gray with white color. Step 4: Finalize or give the finishing To make the spaceship and the astronaut stand out, outline them with similar colored crayons. To create depth, add some shadows and shading. To indicate that the astronaut and spacecraft are on the ground. 🛡️ LIKE ✅ COMMENT ❇ SHARE✅ SUBSCRIBE 🛡️ ✅꧁𝓢𝓾𝓫𝓼𝓬𝓻𝓲𝓫𝓮꧂: https://www.youtube.com/c/FarinKhanArtAcademy 📌 Pinterest: https://www.pinterest.com/farinkhan2007 📌 Facebook: https://fb.me/HowToDrawingTutorialForKids 📌 Twitter: https://twitter.com/sweetdhaka 📌 Instagram: https://www.instagram.com/farinkhan2007 #moondaydrawing #moondrawing #spaceship #drawing #art #easydrawing #howtodraw #howtodraweasy #howtodrawing #howtodrawforkids #howtodraw

Friday, August 16, 2024

Quota Movement 2024 in English: Quota Movement in Bangladesh Paragraph / Essay



Quota movement 2024 Paragraph in English or Quota movement in Bangladesh paragraph will be the most prominent topic in history. 

কোটা আন্দোলন অনুচ্ছেদ  লেখার নিয়ম ২০২৪ । অনুচ্ছেদ সাজেশন এসএসসি ২০২৫, ২০২৬, ২০২৭, ২০২৮,২০২৯  । 

Student protest 2024 n Bangladesh paragraph In the context of Bangladesh, it will be an important issue for all ages in the world history.

Download Main Article: 
https://docs.google.com/document/d/1vK6hg1GKXP0RS06V-BvnHxcdd4h5EF8h/edit?usp=sharing&ouid=111904046333181501437&rtpof=true&sd=true

Quota Movement Bangladesh 2024 Essay/ Paragraph 

The quota reform movement in Bangladesh has rocked and shocked the whole nation due to the massive crackdown on the protesters by law enforcement armed forces and the ruling Awami League’s student wing, known as the Bangladesh Chhatra League. 

The Quota System and Its Abolishment in 2018:
The immediate cause of the protests was student anger over the reinstatement of a controversial quota system, which reserves a sizable chunk of Bangladesh government service jobs. 

In the latest repetition of the quotas applied to 56 percent of Bangladesh government service jobs, most notably, 30 percent of jobs were reserved for the children and grandchildren of freedom fighters. Other quotas reserve positions for women (10 percent), backward districts that are considered marginalized (10 percent), minorities such as the Indigenous population (5 percent), and people with physical disabilities (1 percent). As a result, the quota system has been questioned as problematic by students and civil society for a long time. 

In 2018, a massive protest broke out when students from public universities countrywide demanded reform to the quota system claiming that the 56 percent reserved quota does not fairly consider the merits and the vast number of applicants who remain outside the quota criteria. 
The ruling party, Awami League, which has also been in power for the last 15 years, maintains that they are the true holders of the spirit of the Liberation War, and by extension independent Bangladesh. Their politics revolve around the narrative that the opposition parties, such as the Bangladesh Nationalist Party, stand opposed to the spirit of the Liberation War due to their relationship with the Bangladesh Jamaat-e-Islami, a religious-oriented party whose leaders were accused of collaborating with the Pakistani military and committing war crimes and in 1971. Therefore, it was in the interest of the Awami League to sustain and maintain their political position. 

However, the intensity of the 2018 protests was so high that the government was compelled to abolish the quota system. Then, the protesters left the street.

The 2024 Protests:
On June 5, 2024, the high court of Bangladesh reinstated the quota system in response to a writ submitted by a freedom fighter descent. The verdict mentioned that the quota abolishment was “unconstitutional, illegal, and ineffective.” The quota system was back as if nothing had happened. 
The students did not take it easily. They have again gone to the streets to protest the return of the quota system, an issue they thought had been resolved. 

The protests started at the University of Dhaka, arguably the country’s best and most historical university. Soon, students at other universities followed the protests, and for the second time within six years, turned into a nationwide movement. 

At first, ruling party politicians and the government said that they had nothing to do with the quota reinstatement, as the order came from the country’s highest court. But the protesters were not ready to listen. They wanted Prime Minister Sheikh Hasina to reassure them and act. 
The tension escalated when Hasina made a controversial remark on July 14 while answering a question from a journalist regarding quota reform protesters. She said, “Why do the protesters have so much bother towards the freedom fighters? If the grandchildren of the freedom fighters don’t get quota benefits, should the grandchildren of Razakars get the benefit?” 
Following her remarks, thousands of students from the Dhaka University student dorms came out to the street and started shouting slogans.
Hasina should contextualize the student’s anger and disappointment before her remarks “Razakar” which is such an insulting label abuse in Bangladesh. It was no wonder, that Hasina’s remark sparked the students’ anger. 

However, following the students’ activities, some media chose to deform their anger by the government order. It was a more inflammatory move for the government to misinterpret the student’s activities. Meanwhile, the threats only increased the protesters' anger in all other universities.

TO GET REST OF THE ARTICLE PLEASE DOWNLOAD THE GOOGLE DOCS FROM THE LINK ABOVE.

Source: 
https://thediplomat.com/2024/07/the-quota-reform-protest-in-bangladesh-is-much-more-than-it-seems/

Saturday, August 10, 2024

Abu Sayed Drawing | Abu Sayeed Picture Drawing - আবু সাঈদ এর ছবি আঁকা



Showing you Abu sayed drawing (Abu Sayeed drawing). Abu Sayed picture drawing or Shahid Abu Sayed drawing is very important for students. Rangpur Begum Rokeya University student Abu Saeed why the police shot dead. He was standing there alone; He was standing completely unarmed with both arms outstretched. He had only a stick in his hand, no weapon.


শহীদ আবু সাঈদের ছবি আঁকা শেখা দরকার কারণ আবু সাঈদ, যিনি BRUR-এ সিভিল সার্ভিস চাকরির জন্য শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মূল সমন্বয়কারী ছিলেন, আন্দোলনের সময় সামনে থেকে প্রতিবাদের নেতৃত্ব দেন। তিনি BRUR এর ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।

গত ১৬ জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাঈদ। পরদিন পীরগঞ্জ উপজেলায় তাকে দাফন করা হয় । ছাত্র আন্দোলনের চিত্রাঙ্কন  ।

🛡️ LIKE ✅ COMMENT ❇ SHARE✅ SUBSCRIBE 🛡️

 ✅꧁𝓢𝓾𝓫𝓼𝓬𝓻𝓲𝓫𝓮꧂:  https://www.youtube.com/c/FarinKhanArtAcademy

📌 Pinterest: https://www.pinterest.com/farinkhan2007 
📌 Facebook: https://fb.me/HowToDrawingTutorialForKids
📌 Twitter: https://twitter.com/sweetdhaka
📌 Instagram: https://www.instagram.com/farinkhan2007

#abusayed #abusayeddrawing #abusayeed #shahidabusayed #shahidabusayeddrawing #abusayeddrawing #howtodraw #drawing #drawingforkids #drawingforbeginners