Friday, November 8, 2024

আমি যদি হয় রোবট Class 7 | ৭ম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি ৫ম অধ্যায় এসাইনমেন্ট | Class 7 ICT



আমি যদি হয় রোবট Class 7, ৭ম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি এসাইনমেন্ট,  ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ৫ম অধ্যায়, Class 7 ICT, ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি এসাইনমেন্ট ২০২৪, class 7 digital projukti, class 7 digital technology chapter 5 2024, class 7 digital projukti 2024, class 7 digital projukti 2025, class 7 digital o projukti chapter 5, ৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি, ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি 5ম অধ্যায় ২০২৪, ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি 5ম অধ্যায় ২০২৫, ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণি, ডিজিটাল প্রযুক্তি, ৭ম শ্রেনি ডিজিটাল প্রযুক্তি ২০২৩, ৭ম ডিজিটাল প্রযুক্তি এসাইনমেন্ট, ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ৫ম অধ্যায় সমাধান

ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহৃত হয় ব্যাখ্যা কর:
 
রোবট দিয়েও এখন বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে। যেমন বিভিন্ন স্থানে যখন আগুন লাগে, আগুন নিয়ন্ত্রণে আনতে ও সেখান থেকে আটকে পড়া বিভিন্ন মানুষকে উদ্ধার করতে দমকল বাহিনীর সময় লাগে। পাশাপাশি আটকে পড়া মানুষ উদ্ধারে দমকল বাহিনীর যেসব কর্মী আগুন লাগা ভবনের ভিতরে প্রবেশ করেন, তাদের জীবন নিয়েও ঝুঁকি থাকে। এ রকম ক্ষেত্রে দমকল বাহিনীর সহায়তা করার জন্য বিভিন্ন ফায়ার ফাইটার রোবট ব্যবহার করা যায়। 
২০২২ সালে সীতাকুণ্ডে লাগা আগুন নেভানোর কাজে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী প্রথমবারের মতো রোবটের ব্যবহার করে।

বিপজ্জনক কাজগুলো মানুষ থেকে রোবটেরা অনেক ভালোভাবে করতে পারে। যেমন  বড় বড় জাহাজ বানাতে হলে বিশাল বিশাল ধাতব টুকরাকে নির্দিষ্ট আকারে কেটে ওয়েল্ডিং করতে হয়। এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। কারণ ওয়েল্ডিং করার সময় প্রচন্ড তাপের সৃষ্টি হয় এবং ধাতব টুকরা ছিটকে ছিকে পড়ে। ওয়েল্ডিং এর সময় বিশেষ চশমা পরে কাজ করতে হয় কারণ সেখানে প্রচন্ড তাপের সৃষ্টি হয়, ধাতব টুকরো ছিটকে ছিটকে পড়ে। এ ধরনের বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কাজ ইন্ডাস্ট্রিয়াল রোবটরা করলে মানুষের আর এমন ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণের প্রয়োজন হবে না। এতে মানুষের ক্ষতি বা প্রাণহানি হওয়ার সম্ভাবনা কমে যাবে।

রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রদত্ত প্রোগ্রাম অনুসারে সকল কাজ সম্পন্ন করে । ভূমিকম্প বা দূর্যোগপ্রবণ এলাকা যেখানে মানুষের পক্ষে পৌছানো অসম্ভব সেখানে রোবট ব্যবহৃত হয় । যুদ্ধক্ষেত্রে যুদ্ধযানে বিকল্প হিসেবে, কলকারখানায় অগ্নিসংযোগস্থলে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজে রোবট ব্যবহৃত হয় । 
এভাবে বিভিন্ন ঝুকিপূর্ণ কাজে রোবট ব্যবহৃত হয় । 

#সপ্তম_ডিজিটাল_প্রযুক্তি
#clas_7_Saibar_goyandagiri
#clas_7_digital_projukti
#digital_projukti

No comments:

Post a Comment